স্টাফ রিপোর্টার :
এবার ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়েও মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে এক অসাধু ব্যবসায়ী। উপজেলার ১১নং লংগাইর ইউনিয়নের মশাখালি বাজার,কাজা বাজার,মাইজবাড়ি বাজারে গাঁজা,ফেনসিডিল,ইয়াবাসহ দেশীয়মদ সব সময়ই ব্যবসা জমে উঠছে প্রকাশ্যে। এলাকাবাসী সূত্রে জানা যায়,চারবাড়িয়া (খালপাড়া) গ্রামের গাঁজা ব্যবসায়ী মৃত আ: হালিমের পুত্র রুহুল মিয়া এবং নামা লংগাইর গ্রামের নছর আলী দপ্তরীর পুত্র ফালু দপ্তরী, মৃত: আছর আলী দপ্তরীর পুত্র হাবিবুর রহমান দপ্তরী ও রফিকুল ইসলাম দপ্তরী সহ দীর্ঘদিন যাবৎ জুয়া খেলা ও মদের ব্যবসা অবাদে চালিয়ে যাচ্ছে। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। গোপন সূত্রে জানা গেছে ওদের মধ্যে কেউ কেউ বর্তমানে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। এব্যাপারে এলাকাবাসী পাগলা থানায় বার বার অভিযোগ করলেও কোন প্রতিকার পাচ্ছে না।
দক্ষিণ গফরগাঁওয়ে মাদকের রমরমা ব্যবসা
প্রকাশ : Sep 13, 2016 | Comments Off on দক্ষিণ গফরগাঁওয়ে মাদকের রমরমা ব্যবসা