logo

তাড়াইলে স্কুলছাত্রীকে হয়রানি করায় যুবকের এক বছরের কারাদন্ড

নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি করায় শফিকুল ইসলাম হৃদয় (১৯) নামে এক যুবককে এক বছরের কারান্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৪ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা আক্তার এ আদেশ প্রদান করেন। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর সিকদারপাড়ায় এক স্কুলছাত্রীকে হয়রানি করেন হৃদয়। এসময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় অপরাধ স্বীকার করায় তাকে এক বছরের বিনাশ্রম কারান্ডাদেশ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা আক্তার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে