তাড়াইল( কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কার্যক্রম বন্ধ করে লকডাউন ঘোষণা করা হয়েছে। কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এ সরকারি হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী ও স্টাফদের। জানা গেছে, নমুনা পরীক্ষায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৬ জন চিকিৎসক, ১ জন নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ ৬ জনের দেহে কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। এছাড়া সতর্কতার কারণে হাসপাতালের বাকি ৫ জন চিকিৎসককসহ অন্যান্যদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাড়াইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলমাছ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ অবস্থায় স্বাভাবিক কারণেই চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়েছে। এর আগে নমুনা পরীক্ষায় জেলার করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন চিকিৎসক, ১ জন নার্স ও ৮ জন অন্যান্য স্বাস্থ্যকর্মীর দেহে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। আর এ ঘটনায় করোনা আক্রান্তসহ বাকি ১১ জন চিকিৎসককেও হোম কোয়ারেন্টিনে পাঠানোর কারণে গত ১৪ এপ্রিল মঙ্গলবার করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কার্যক্রম বন্ধ রেখে লকডাউন ঘোষণা করা হয়। জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, কিশোরগঞ্জ জেলায় আজ সোমবার পর্যন্ত নমুনা পরীক্ষায় ১৪১ জনের কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। আর এদের মধ্যে ২৫ জন চিকিৎসক, ৭ জন নার্স ও ১৫ জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।