ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে চলছে বহিষ্কার পাল্টাবহিষ্কারের ঘটনা। সহ-সভাপতিকে বহিষ্কার ঘটনাকে কেন্দ্র করে সভাপতিকে বহিষ্কার করেছে সমিতির ‘প্রগতিশীল প্যানেল সদস্যরা’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জামায়াত-শিবিরের পৃষ্ঠপোষকতার অভিযোগ এনে সমিতির সভাপতি ও দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফুর রহমানকে বহিষ্কার করে সমিতির সহ-সভাপতি দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রেজা আকাশের নেতৃত্বাধীন ‘প্রগতিশীল প্যানেল’-এর সদস্যরা।
একইসঙ্গে সাধারণ সম্পাদক ও দৈনিক ডেইলি সানের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক লালন মাহমুদসহ বিএনপি-জামায়াত প্যানেলকে সমিতি থেকে বর্জন করেছেন তারা।
সাংবাদিক সমিতি সূত্রে জানা যায়, এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ায় সমিতির মর্যাদা ক্ষুণ্ন হয়েছে— এমন কারণ দেখিয়ে সহ-সভাপতি রেজা আকাশকে সমিতি থেকে বহিষ্কার করা হয়। ওইদিন সমিতির সভাপতি আসিফুর রহমান ও সাধারণ সম্পাদক লালন মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সহ-সভাপতিকে বহিষ্কারের কথা গণমাধ্যমকে জানানো হয়।
এই ঘটনার জের ধরে মঙ্গলবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সমিতির সভাপতিকে বহিষ্কারের ঘোষণা দেন সমিতির সহ-সভাপতি ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রেজা আকাশ।
লিখিত বক্তব্যে সমিতির সহ-সভাপতি রেজা আকাশ বলেন, ‘গঠনতন্ত্রর লঙ্ঘন করে সমিতি পরিচালনা, অনিয়মসহ ব্যক্তিগত লালসার বশবর্তী হয়ে প্রগতিশীল ও মুক্তচিন্তার অনুসারীদের সমিতি থেকে বহিষ্কারের মধ্য দিয়ে ‘জামায়াত-শিবিরের পৃষ্ঠপোষকতা’ করার অভিযোগে সাংবাদিক সমিতির সভাপতি আসিফুর রহমানের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন সমিতির প্রগতিশীল প্যানেলের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা। একই সঙ্গে তাকে সমিতিতে অবাঞ্ছিত ঘোষণা করে বহিষ্কার করা হচ্ছে।’
‘এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর প্রতিক্রিয়াশীল গোষ্ঠী জামায়াত-শিবির মুক্ত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি থেকে’ ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলন শেষে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর প্রভাবমুক্ত সাংবাদিক সমিতি গঠনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য তপনকান্তি রায়, দৈনিক অবজারভারের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আব্দুল করিম, দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মাহদী আল মুহতাসিম নিবির, ভোরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক দীপক চন্দ্র রায়, সমিতির সদস্য আরাফাত সরকার সেতু প্রমুখ।
সমিতির সহ-সভাপতি রেজা আকাশের নেতৃত্বাধীন ‘প্রগতিশীল প্যানেল’-এর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় সমিতির সভাপতি আসিফুর রহমান বলেন, তারা যে কাজ করছে তা সমিতির গঠনতন্ত্র বিরোধী। গঠনতন্ত্র অনুযায়ী সবার মত নিয়েই রেজা আকাশকে বহিষ্কার করা হয়েছিল।