কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী ও নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া আরিয়ালখাঁ নদে সাঁতার কাটার সময় মো. সোহেল মিয়া (২১) নামে এক ছাত্র পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়।
সোহেলে নরসিংদী জেলার মনোহরদী উপজেলাধীন চরমান্দালীয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের মো. আবদুল কাদিরের পুত্র ও ঢাকা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ( অনার্স) তৃতীয় বর্ষের ছাত্র । ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে আড়িয়ালখাঁ নদের চর-গোহালবাড়িয়া নামকস্থানে।
চরমান্দালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল্লাহ আল ফারুক ফিরোজ ঘটনাপ্রবাহকে জানান, সোহেল আজ রোববার বেলা ১২ টার দিকে গোসল করার সময় সাতজন একসাথে মাস্টার বাড়ি ব্রিজ থেকে সাঁতার দেয় চরগোহালবাড়িয়া পাটার ঘাটের উদ্যোশে। পাটার ঘাটের কাছাকাছি আসার পর হঠাৎ করে সোহেল মিয়া পানির নিচে তলিয়ে যায়। তারপর থেকে তাকে আর পাওয়া যায়নি।
স্হানীয় লোকজন তাকে উদ্ধারের জন্য চেষ্টা করে ব্যর্থ হয়।
সংবাদ পেয়ে ফায়ারসার্ভিসের ডুবুরীদল ঘটনাস্থলে এসে তাকে উদ্ধারের কার্যক্রম শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ সোহেলের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ সোহেলের পিতা মো. আবদুল কাদির তার ছেলেকে উদ্ধারের জন্য স্হানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
ঢাকা কলেজের ছাত্র আড়িয়ালখাঁ নদের পানিতে ডুবে নিখোঁজ
প্রকাশ : Aug 09, 2020 | Comments Off on ঢাকা কলেজের ছাত্র আড়িয়ালখাঁ নদের পানিতে ডুবে নিখোঁজ
