নিজস্ব প্রতিবেদক। ঘটনাপ্রাহ
বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ ও বিএমএ’ র আজীবন সদস্য ডা.আব্দুর রকিব খানের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরর ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন, কালোব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির শুরুতেই ডা.আব্দুর রকিব খানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
মঙ্গলবার বিকাল ৩ টার দিকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান। তিনি বলেন, খুলনা স্বাস্থ্য বিভাগের প্রাক্তন কর্মকর্তা ও বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ বিএমএ এর আজীবন সদস্য ডা. মোঃ আব্দুর রকিব খানের হত্যাকারীদের দ্রুতবিচার ট্রাইব্যুনালে বিচারের দাবিতে কেন্দ্রীয় বিএমএর সাথে একাত্মতা পোষণ করেছি। সেই সাথে কিশোরগঞ্জ বিএমএ এর পক্ষে আমরা কটিয়াদী উপজেলা স্বাস্থ্য বিভাগ মানববন্ধন-প্রতিবাদ সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। এছাড়াও ডা. মো: আব্দুর রকিব খানের বিদেহী আত্মার প্রতি মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাকিবুল আমিন বিজয়, ডা. মেহেদী হাসান, ডা. পঙ্কজ দাস, ডা. মো. মামুন মিয়া, ডা. রোকসানা আক্তার, ডা. নাঈমা তাবাসসুম, ডা. হাসনাত জোবায়েদ কবীর, ডা. মো. জাকির হাসান, ডা. মো. তৌফিকুল ইসলাম, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. সজিম উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য, গত ১৪ জুন খুলনার গলামারী রাইসা ক্লিনিকে সিজারিয়ান অপারেশন করা হয় বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদ নগরের আবুল আলী শেখের স্ত্রী শিউলি বেগমের। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেলে নেওয়া হয়। তার পর আবারও তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। এক সময় পথিমধ্যে মৃত্যু হয় তার। শিউলির মৃত্যুতে ক্ষিপ্ত হয়ে রাতেই ক্লিনিকে গিয়ে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে চিকিৎসক রকিব কে ব্যাপক মারপিট করে জখম করে শিউলির আত্মীয় স্বজনরা। মারপিটে জখমকৃত চিকিৎসক রকিবকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডা. আব্দুর রকিব খানের হত্যাকারীদের বিচার দাবিতে কটিয়াদীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
প্রকাশ : Jun 23, 2020 | Comments Off on ডা. আব্দুর রকিব খানের হত্যাকারীদের বিচার দাবিতে কটিয়াদীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
