বিনোদন ডেস্কঃ
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি বিশেষ পর্ব প্রচারিত হবে আজ। রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিতে এই অনুষ্ঠান প্রচার করা হবে।
শ্রমজীবী মানুষের জন্য ৭ বছর আগে ‘ইত্যাদি’র এই বিশেষ পর্ব নির্মিত হয়েছিল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত।
হানিফ সংকেত জানিয়েছেন, শ্রমজীবী মানুষের অংশগ্রহণে এই পর্বটি তৈরি করা হয়েছে। যা মে দিবসের বিশেষ অনুষ্ঠান হিসেবে প্রচার হয়েছে ৭ বছর আগে। চলতি মে মাসেও একই কারণে সেই পর্বটি প্রচার হবে।
লকডাউনের কারণে সব রকমের শুটিং বন্ধ, তাই ‘ইত্যাদি’র নতুন পর্ব তৈরি সম্ভব নয়। সময়টা স্বাভাবিক হলে এবারও মে দিবস উপলক্ষে নতুন পর্ব নির্মাণ করত ফাগুন অডিও ভিশন।
পুরো অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে ঢাকার অদূরে সাভার ইপিজেডের সামনে। এতে গান গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী ও সুবীর নন্দী। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।
এছাড়া থাকছে মামা-ভাগ্নে, নানি-নাতি, চিঠিপত্র বিভাগসহ বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ ক’টি নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।