নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর পৌর সদরে একটি বিচ্ছিন্ন ঘটনায় ছাত্রলীগের নাম জড়িয়ে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের প্রেক্ষিতে হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে কিশোরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন অপু। লিখিত বক্তব্যে আল আমিন অপু বলেন বিভিন্ন পত্রিকায় ছাত্রলীগের দুই গ্রুফের সংঘর্ষের যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সর্ম্পূন ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট। গত শনিবার যে ঘটনাটি ঘটেছে তা ছাত্রলীগের কোন সংঘর্ষ নয় যারা ঘটনাটি ঘটিয়েছে তারা উপজেলা ছাত্রলীগ কিংবা কোন ইউনিটের নেতা ও কর্মী নয়। এটা স্বাধীনতা বিরোধীদের কাজ। একটি কুচক্রী মহল মিথ্যা অপবাদ ছড়িয়েছে এবং এ সংক্রান্ত সংবাদ প্রচার হওয়ায় ছাত্রলীগের সুনাম ক্ষুন হয়েছে। তিনি আরও বলেন পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন তাদের মাঝে কোন ধরনের বিরোধ নেই। পদ পদবী পাওয়ার পরও আগে যেমন ভাল ছিল এখনও সেই সম্পর্ক ভাল রয়েছে।
এ সময় জেলা ছাত্র লীগের সভাপতি শফিকুল গণি ঢালি লিমন, হোসেনপুর পৌর ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুখলেছ, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমুখ।
ছাত্রলীগের নাম জড়িয়ে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের প্রেক্ষিতে হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন
প্রকাশ : Jan 31, 2017 | Comments Off on ছাত্রলীগের নাম জড়িয়ে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের প্রেক্ষিতে হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন
