মাসুম পাঠান, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয়ের অব. শিক্ষক ও উপজেলা স্কাউটের সাবেক সভাপতি শাহ মো: সেকান্দর আলী (৭৮) সোমবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—-রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত শ্বাস কষ্টে ভোগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ছেলে ও ২মেয়ে রেখে যান। মঙ্গলবার জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে কটিয়াদী উপজেলার পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে এম গোলাম কিবরিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ ও সধারন সম্পাদক মো. নুরুল ইসলাম বিএসসি, চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. মাহবুবুল হক শোক প্রকাশ করেন।
চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শাহ মো: সেকান্দর আলী আর নেই
প্রকাশ : Apr 25, 2017 | Comments Off on চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শাহ মো: সেকান্দর আলী আর নেই
