গাজীপুর সংবাদদাতা ২৭ এপ্রিল, ২০২০ ১০:৪০
গাজীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার মূল আসামি গ্রেফতার
গাজীপুরের শ্রীপুর উপজেলার একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় মূল আসামি পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ।
গাজীপুর জেলা পিবিআইয়ের পরিদর্শক (ইন্সপেক্টর) হাফিজুর রহমান জানান, গতকাল রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে শ্রীপুর উপজেলার আবদার এলাকা থেকে মূল আসামি পারভেজকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পারভেজ আবদার গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। তিনি ছাড়াও হত্যাকাণ্ডে আরও বেশ কয়েকজন অংশ নিয়েছিলেন।
পিবিআইয়ের পরিদর্শক (ইন্সপেক্টর) হাফিজুর রহমান বলেন, রাতে পারভেজকে আবদার এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে। পরে তাকে নিয়ে অভিযানে বের হয় পিবিআই। এ সময় পারভেজের ঘর থেকে তার দেখানো মতে রক্তমাখা কাপড় ও মাটির নিচে চাপা দেয়া অবস্থায় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় একটি পায়জামার ভেতর থেকে তিনটি গলার চেইন, নিহত ফাতেমার কানের দুলসহ কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানায় পবিআই।
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার একটি বাড়ি থেকে মা ও তিন সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা- বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা চারজনকে গলা কেটে হত্যা করেছে।