নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
এ দেশে হযরত শাহজালাল, শাহ পরান ও শাহ সুলতানসহ পীর পয়গম্বরা শান্তির ধর্ম ইসলাম প্রচার করেছেন। কোনো দিন বোমা মেরে মানুষ হত্যা করে এ দেশে ইসলাম প্রচার করা হয়নি। আজ বোমা মেরে ইসলাম প্রচারের নেমেছে এ দেশের জঙ্গিরা। শনিবার দুপুরে করিমগঞ্জের নিয়ামপুর আলিম মাদ্রাসার মাঠে আয়োজিত এক বিশাল জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন। তিনি বলেন, পবিত্র ঈদের দিনে শোলাকিয়ায় যেখানে লাখো লাখো মুসুল্লি পবিত্র ঈদের নামাজ পড়তে আসে সেখানে জঙ্গিরা বোমা মেরেছে। যারা বোমা মেরে মানুষ হত্যা করে তাদেরকে জ্যান্ত মেরে ফেলা উচিত। এসময় তিনি আরো বলেন, দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল দেশের ভিতরে ও বাইরে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই এসবে বিভ্রান্ত না হওয়ার জন্যে তিনি সকলকেই আহবান জানান। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন খান দিদার, সাংবাদিক আনোয়ার হোসেন বাচ্ছু, ইউপি চেয়ারম্যান মাখদুম কবির তন্ময় প্রমুখ। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী, মদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কোনো দিন বোমা মেরে মানুষ হত্যা করে এ দেশে ইসলাম প্রচার করা হয়নি আজ বোমা মেরে ইসলাম প্রচারের নেমেছে এ দেশের জঙ্গিরা শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু
প্রকাশ : Aug 13, 2016 | Comments Off on কোনো দিন বোমা মেরে মানুষ হত্যা করে এ দেশে ইসলাম প্রচার করা হয়নি আজ বোমা মেরে ইসলাম প্রচারের নেমেছে এ দেশের জঙ্গিরা শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু