সাদেকুর রহমান নবীন, কুলিয়ারচর থেকেঃ
কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার পৌর শহরের বড়খার চরে বর্ষার পানিতে ডুবে নীরব (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সাথে আহত হন নীরবের খালতো বোন তাইয়্যেবা (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৪ টায় বাড়ির উঠানে খেলতে থাকা শিশু নীরব (৪) ও তার খালাতো বোন তাইয়্যেবা কে নিয়ে বাড়ি সংলগ্ন বর্ষার পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন।
তাদের উঠানে খেলতে না দেখতে পেয়ে পরিবারের লোকজন খোজাঁখোজিঁ করে পানি থেকে নীরব ও তাইয়্যেবা কে উদ্ধার করে জহরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নীরব কে মৃত ঘোষনা করে। নিহত নীরবের পিতার নাম বাবুল মিয়া। অন্যদিকে এক সাথে পানিতে ডুবে আহত হওয়া তাইয়্যেবা কে হাসপাতালে ভর্তি করা হয়। তার পিতার নাম শরিফ আহমেদ।
স্থানীয় পৌর কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক এই ঘটনার সত্যতা স্বীকার করেন ।