নজরুল ইসলাম খায়রুল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ধর্ষণ করতে গিয়ে খুন হয়েছেন মসজিদের ইমাম মিজানুর রহমান খোকন (২৮)। হত্যার ঘটনায় আটক প্রবাসীর স্ত্রী ময়না আক্তার মঙ্গলবার পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আব্দুন নূর-এর কাছেও ১৬৪ ধারায় তিনি জবানবন্দি প্রদান করেন। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি ) চৌধুরী মিজানুজ্জামান (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি আরও জানান, কুলিয়ারচরের উসমানপুর ইউনিয়নের কোণাপাড়া গ্রামের প্রবাসীর স্ত্রী ময়না আক্তার জবানবন্দিতে বলেছেন, সোমবার রাত আনুমানিক ১ টার দিকে ইমাম খোকন তার ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তিনি রড দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে মশারি দিয়ে তার গলা পেচিয়ে ধরেন। এতে তার মৃত্যু হয়। পরে পরিচিত দুজনের সহায়তায় লাশ বস্তাবন্দি করে ফেলে দেওয়ার চেষ্টা করেন। উল্লেখ্য, সোমবার ভোরে কুলিয়ারচরের কোণাপাড়া গ্রামে একটি মোটর সাইকেলে করে দুই যুবক একটি বস্তা নিয়ে যাবার সময় স্থানীয় লোকদের সন্দেহ হয়। লোকজনের উপস্থিতি দেখে যুবকরা মোটর সাইকেল ও বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা খুলে ইমাম খোকনের লাশ পাওয়া যায়। তিনি কোণাপাড়া গ্রামের বিলপাড় নূরচান মেম্বারের বাড়ির মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষক ছিলেন। ঘটনার পর পুলিশ ময়না আক্তারকে আটক করে।