নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার ইপিজেডে বক্রম তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউটিন তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার সকাল ৮টায় ইপিজেডের ইটাশিয়া ইন্টারলাইনিং লিমিটেড নামে ওই বক্রম তৈরি কারখানায় আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক প্রান্ত নাথ সাহা বলেন, “কারখানার ভেতরে আগুন নিয়ন্ত্রণে। তবে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। এখনও কোনো হতাহতের খবর আমরা পাইনি। অগ্নিকাণ্ডের পর কুমিল্লা ইপিজেডের ফায়ার সার্ভিসের সদস্যরা নিয়ন্ত্রণে কাজ শুরু করেছিল। তারপর এক এক করে সাতটা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
তিনি বলেন, “তুলা, সুতা ও বক্রমের আগুনের ধোঁয়া কমে আসলে আমরা ভেতরে প্রবেশ করবো। এর আগে হতাহতের কথা বলা যাচ্ছে না।” আগুনের সূত্রপাত এবং কারণ এখনও জানা যায়নি বলে ওই কর্মকর্তা জানান।