logo

কিশোরগঞ্জ সদরের কলাপাড়া হাজী আঃ গফুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা সদরের স্বনামধন্য প্রতিষ্ঠান কলাপাড়া হাজী আঃ গফুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০১৭ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে মাদরাসা প্রঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃরজিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ সাজ্জাদুল ইসলাম,মহিনন্দ ইউপি চেয়ারম্যান মোঃ মনসুর আলী। মাদ্রাাসার প্রতিষ্ঠাতা মোঃ মফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মহিনন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, মহিনন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হালিম,আবুল কাশেম খোকন, সমাজসেবক আসাদুজ্জামান খোকন, মোঃ সাইদুর রহমান। সভার শুরুতে স্বাগত বক্তৃতা করেন মাদ্রাসার সুপার মাওলানা আঃ হাই। অন্যান্যদের মধ্যে সহকারী সুপার মাওলানা সোলায়মান, সহকারী শিক্ষক মোঃর হেলাল উদ্দিন, মোঃ জামির হোসেন, মোঃ সোহরাব উদ্দিন, মাওলানা আঃ সাত্তার, মাওলানা শহিদুল ইসলাম. মাওলানা আঃ রশিদ. মতিয়া জাহান, আফরোজা আক্তার প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে সদ্য নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য এবং মহিনন্দ ইউপি চেয়ারম্যানসহ অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ এবং ২০১৭ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, সাবেক শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও অধ্যায়নরত সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে