logo

কিশোরগঞ্জ সদরের কমিউনিটি ক্লিনিকে যক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নজরুল ইসলাম খায়রুল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জ সদরের মহিনন্দ উত্তরপাড়া কমিউনিটি ক্লিনিকে যক্ষা বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে ও জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কর্মসুচীর অর্থায়নে বুধবার ক্লিনিক প্রাঙ্গনে আয়োজিত কর্মশালার সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য মোঃ খায়রুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ এস.কে.এম. নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আমান উল্লাহ। বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক মোঃ আঃ সাত্তার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শুভ্রা রায় চৌধুরী, স্বাস্থ্য সহকারী রহিমা বেগম, পরিবার কল্যাণ সহকারী মর্জিনা পারভীন, ইউপি সদস্য মোঃ কামাল মিয়া, সাবেক ওয়ারেন্ট অফিসার কামরুল ইসলাম হেলাল, ক্লিনিকের স্থানদাতা অধ্যক্ষ ইসরাইল মিয়া, গয়ালাপাড়া কমিউনিটি সাপোর্ট গ্রুপের সহ-সভাপতি আঃ রশিদ তোতা মিয়া, সদস্য সচিব আমিনুল হক সাদী, ক্লিনিক পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সোহরাব উদ্দিন, সমাজসেবক আবুল কাশেম, শিক্ষক আ.আহাদ মানিক প্রমুখ। কমিউনিটি ক্লিনিক ম্যানেজম্যান্ট গ্রুপের কর্মশালায় যক্ষা প্রতিরোধে সচেতনতা ও চিকিৎসার ধারণা দেওয়া হয়।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে