নজরুল ইসলাম খায়রুল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জ সদরের মহিনন্দ উত্তরপাড়া কমিউনিটি ক্লিনিকে যক্ষা বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে ও জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কর্মসুচীর অর্থায়নে বুধবার ক্লিনিক প্রাঙ্গনে আয়োজিত কর্মশালার সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য মোঃ খায়রুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ এস.কে.এম. নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আমান উল্লাহ। বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক মোঃ আঃ সাত্তার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শুভ্রা রায় চৌধুরী, স্বাস্থ্য সহকারী রহিমা বেগম, পরিবার কল্যাণ সহকারী মর্জিনা পারভীন, ইউপি সদস্য মোঃ কামাল মিয়া, সাবেক ওয়ারেন্ট অফিসার কামরুল ইসলাম হেলাল, ক্লিনিকের স্থানদাতা অধ্যক্ষ ইসরাইল মিয়া, গয়ালাপাড়া কমিউনিটি সাপোর্ট গ্রুপের সহ-সভাপতি আঃ রশিদ তোতা মিয়া, সদস্য সচিব আমিনুল হক সাদী, ক্লিনিক পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সোহরাব উদ্দিন, সমাজসেবক আবুল কাশেম, শিক্ষক আ.আহাদ মানিক প্রমুখ। কমিউনিটি ক্লিনিক ম্যানেজম্যান্ট গ্রুপের কর্মশালায় যক্ষা প্রতিরোধে সচেতনতা ও চিকিৎসার ধারণা দেওয়া হয়।