কটিয়াদী প্রতিনিধি
কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে লাহুত মিয়া (৩৬) নামে এক কৃষক সিএসজি ও লড়িট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন । নিহত লাহুত মিয়া নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলার রানীচাপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে । ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে বাজিতপুর উপজেলাধীন পিরিজপুর নামক স্থানে। আহতরা হচ্ছেন বাবুল মিয়া (বিজিবি সদস্য), জহিরুল ইসলাম, জাকির হোসেন ও আব্দুর রহিম। নিহত লাহুত মিয়ার শশুর দুর্ঘটনায় আহত আব্দুর রহিম জানান আমরা ১টি গাভী ক্রয় করার জন্য খালিয়াজুরি থেকে সিএনজি দিয়ে ভৈরব যাওয়ার পথে পিরিজপুর বাজারের কাছে একটি লড়ি ট্রাকের ইঞ্জিন থেকে বডি খোলে গিয়ে সিএনজিকে চাপা দিলে ঘটনা স্থলেই আমার মেয়ের জামাতা লাহুত মিয়া নিহত হন। গাভী ক্রয়ের জন্য আমরা ২ লক্ষ টাকা সাথে নিয়ে এসেছিলাম । দুর্ঘটনার পর পুলিশ আমাকে ৯ হাজার টাকা বুঝিয়ে দিয়েছেন। বাকী টাকা গুলি আমরা পাইনি। কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জহিরুল ইসলাম জানান দুর্ঘটনায় লাহুত মিয়া ঘটনার স্থলেই নিহত হন। নিহত লাহুত মিয়ার পকেটে নয় হাজার টাকা ছিল, টাকা গুলি তার আহত শশুর আব্দুর রহিমের নিকট বুঝিয়ে দিয়েছি। লড়ি ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। লাশ ময়না তদন্তের প্রক্রিয়া চলছে।
কিশোরগঞ্জ-ভৈরব মহা সড়কে দুর্ঘটনায় নিহত-১ আহত-৪
প্রকাশ : Nov 18, 2019 | Comments Off on কিশোরগঞ্জ-ভৈরব মহা সড়কে দুর্ঘটনায় নিহত-১ আহত-৪
