logo

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে মাইক্রোবাস ও মালবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ॥ আটজন আহত

নজরুল ইসলাম খায়রুল,স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে মাইক্রোবাস ও মালবাহী ট্রাক্টরের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। এতে ঘটনাস্থলেই মাওলানা সদরুল আমীন রেজভী মারা যান। মাওলানা রেজভী বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও তরিকত ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের নতুন জেলখানা মোড়ের পাশে কাতিয়ারচর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানিয়েছেন, মাইক্রোবাসযোগে (চট্টগ্রাম মেট্রো-চ-নং-১৫-৩৮০১) মাওলানা সদরুল আমীন রেজভী সফরসঙ্গীদের নিয়ে নেত্রকোনা জেলার ঠাকুরাকোনা সতরশী গ্রামের নিজ বাড়ি থেকে ব্রাহ্মণবাড়িয়ায় এক ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। মঙ্গলবার রাত নয়টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের নতুন জেলখানা মোড় এলাকার কাতিয়ারচরে তাঁকে বহনকারী মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাওলানা রেজভীকে বহনকারী মাইক্রোবাসটি দুমরে-মুচরে যায় এবং সাথে সাথেই সদরুল আমীন রেজভী মারা যান। এ ঘটনায় অন্তত আট জন আহত হয়েছেন। স্থানীয় পথচারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত মাওলানা রেজভীকে ও আহতদের উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই ) আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় আহত আটজনকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন রাকিবুল ইসলাম (১৮), ডাঃ গোলাম মোস্তফা (৪৫), রবিউল (২৫), আবু বক্কর জীবন (৫০), বোরহান উদ্দিন (৪৫), মোস্তফা (৪০), বিল্লাল (১৮) ও মাইক্রোবাস চালক কামাল উদ্দিন (৩৩)। আহতদের মধ্যে ডাঃ গোলাম মোস্তফা ও রাকিবুল ইসলামের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক আব্দুল ওয়াহাব বাদল। আহত আবু বক্কর জীবন জানান, মাওলানা সদরুল আমীন রেজভী সফরসঙ্গীদের নিয়ে নেত্রকোনা জেলার ঠাকুরাকোনা সতরশী গ্রামের নিজ বাড়ি থেকে ব্রাহ্মণবাড়িয়ায় এক ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। এদিকে মাওলানা সদরুল আমীন রিজভী সড়ক দুর্ঘটনায় নিহতের খবরে তাঁর ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে আসে এবং বিপুল সংখ্যক ভক্ত হাসপাতালে জমায়েত হন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে