মাসুম পাঠান
কিশোরগঞ্জে নতুন করে আরও ২ জনের করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। ৯ মে পাঠানো ৭৫ টি নমুনার মধ্যে এ ২ জনের শরীরে করোনা সংক্রমণ সনাক্ত হয়।
এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ১৯৪ জনের করোনা সংক্রমণ চিহ্নিত হয়েছে।
আজ সোমবার নতুন করে করোনা সংক্রমণ সনাক্তের তালিকায় জেলার হোসেনপুর উপজেলায় ১জন ও কটিয়াদী উপজেলায় ১জন করোনায় আক্রন্ত হয়েছে।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আজ সোমবার রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার নতুন করে এ ২ জনের শরীরে করোনা সংক্রমণ সনাক্ত হওয়ার পর এ জেলায় করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৪ জনে।
আর এ সর্বশেষ তথ্যানুযায়ী হটস্পট হিসাবে চিহ্নিত কিশোরগঞ্জ জেলার উপজেলা ভিত্তিক এই সংখ্যা দাঁড়িয়েছে, সদর উপজেলার ১৮ জন, ভৈরব উপজেলায় ৪৮ জন, মিঠামইন উপজেলায় ২৪ জন, তাড়াইল উপজেলায় ২৮ জন, করিমগঞ্জ উপজেলায় ১৭ জন, কটিয়াদী উপজেলায় ১৫ জন, ইটনা উপজেলায় ১১ জন, কুলিয়ারচর উপজেলায় ১০ জন, বাজিতপুর উপজেলায় ৭ জন, নিকলী উপজেলায় ৫ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৪ জন, হোসেনপুর উপজেলার ৪ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৩ জনে।
এদিন জেলায় নতুন আরও ৫জন রোগী সুস্থ হয়েছেন। এর আগে জেলায় সুস্থ হওয়ার সংখ্যা ছিল ১৫৯ জন। নতুন করে আরও ৫জন সুস্থ হওয়ায় জেলায় মোট ১৬৪ জন রোগী সুস্থ হয়েছেন।