ঘটনাপ্রবাহ ডেস্কঃ
কিশোরগঞ্জ জেলায় আজ শুক্রবার নতুন করে আরও ১৮জনের করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। ১৫ এপ্রিল পাঠানো ২৯জনের নমুনা পরীক্ষা করে এ ১৮জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়।
এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৫২ জনের করোনা সংক্রমণ চিহ্নিত হয়েছে।
কিশোরগঞ্জে আজ শুক্রবার নতুন করে ১৮ জনের করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।
নতুন করে করোনা সনাক্তের মধ্যে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৫জন, কুলিয়ারচর উপজেলায় ৩জন, মিঠামইন উপজেলায় ৩জন, বাজিতপুর উপজেলায় ২জন, তাড়াইল উপজেলায় ২জন, অষ্টগ্রাম উপজেলায় ১জন, কটিয়াদী উপজেলায় ১জন ও নিকলী উপজেলায় ১জন রয়েছেন।