নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি মতবিনিময় সভা শনিবার দুপুরে বড়বাজার চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ চেম্বারের সভাপতি মো. মজিবুর রহমান বেলাল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর পরিচালক ও কিশোরগঞ্জ চেম্বারের পরিচালক গাজী গোলাম আসরিয়া। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ.আফজল, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ, পৌর মেয়র মাহমুদ পারভেজ, নরসিংদী জেলা কল্যান সমিতির সভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সাবেক সভাপতি রমিজ উদ্দিন ফকির, পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি হেলাল উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা,উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি ফাতেমা জোহরা আক্তার প্রমুখ। এছাড়াও কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ. সহ-সভাপতি মো. হুমায়ূন কবীর, পরিচালক এনায়েত করীম অমি, আলহাজ্জ্ব হাফেজ মো.খালেকুজ্জামান, আব্দুর ওয়াদুদ,পরিতোষ চন্দ্র পাল, মাছ-উ-দুর রহমান খান অপু, শেখ মো. মাহফুজুর রহমান, মো. আল-আমিন,দেব দুলাল দাস, মো. হারুন হামিদ,আলহাজ্জ্ব মো. এরশাদ উল্লাহ,মো. মকবুল হোসেন বকুল, মো. শরীফুল ইসলাম শরীফ, সারোয়ার জাহান সাহানসহ নির্বাচিত পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আমরা যদি সকলে সম্মিলিতভাবে কাজ করি, তাহলে অনেক কিছু করা সম্ভব।সভায় কিশোরগঞ্জে নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য আলোচনা করা হয়।
কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ : Jul 30, 2016 | Comments Off on কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির মতবিনিময় সভা অনুষ্ঠিত
