মো. এনামুল হক, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ৯৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাদের হাতে সর্বমোট ২৫ লাখ ৭৭ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়। সংগঠনগুলির মধ্যে রয়েছে অপরাধী সংশোধন, মাদকাসক্ত নিরাময়,প্রতিবন্ধীদের সহায়তা, দুঃস্থ রোগীদের সহায়তা কার্যক্রমে সম্পৃক্তসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সমাজসেবামুলক সংগঠন।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, পেশাজীবী নেতৃবৃন্দ ছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।