logo

কিশোরগঞ্জে সিপিবির শ্রমিক শাখার সম্মেলন অনুষ্ঠিত

নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র জেলা সম্মেলনকে সামনে রেখে সংগঠনের শ্রমিক শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শ্রমিক নেতা সিরাজুল ইসলাম সাত্তার। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি কমরেড সৈয়দ নজরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সভাপতি ডাঃ এনামুল হক ইদ্রিস। সম্মেলন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক শাখার সম্পাদক আবদুর রহমান রুমী, জেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রফিউল আলম চৌধুরী মিলাদ, জেলা সিপিবি নেতা অ্যাডভোকেট হাসান ইমাম রঞ্জু প্রমুখ। এ সময় জেলা যুব ইউনিয়নের সভাপতি কামরুজ্জামান রিপন, নারী নেত্রী লিপিসহ আগত বিভিন্ন পর্যায়ের শ্রমিকরা উপস্থিত ছিলেন। শেষে সর্বসম্মতিক্রমে সিরাজিুল ইসলাম সাত্তারকে শ্রমিক শাখার সম্পাদক নির্বাচিত করা হয়। উল্লেখ্য, আগামী ৩ সেপ্টেম্বর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে। জেলা শিল্পকলা একাডেমীর হলরুমকে সম্মেলনের স্থান নির্ধারণ করা হয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে