logo

কিশোরগঞ্জে সহপাঠীদের সাথে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায়   ঘুড়ি উড়াতে গিয়ে চারতলা বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে মো. আরাফাত ইসলাম মাহিন (১৩) নামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যার আগে এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী আরাফাত ইসলাম  মাহিন পার্শ্ববর্তী  নরসিংদী জেলার বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ভাওয়া‌লের চর গ্রামের মেরিন ইঞ্জিনিয়ার মো. জহিরুল ইসলামের ছেলে।

সে শহরের নগুয়া এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করছিলো। দুই ভাই-বোনের মধ্যে আরাফাত ইসলাম মাহিন পরিবারের বড় সন্তান।

পরিবার সূত্রে জানা গেছে, এলাকার সহপাঠীদের সঙ্গে সন্ধ্যার আগে চারতলা বাসার ছাদে ঘুড়ি উড়াতে যায় মাহিন। এক পর্যায়ে অসাবধানতাবশতঃ ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর  সিদ্দীক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য আরাফাত ইসলাম মাহিনের লাশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে