নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে ‘সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মানবিক জাগরণই পারে জঙ্গিবাদ ঠেকাতে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভিার্সিটির আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন ভার্সিটির ট্রাস্ট্রি বোর্ডের সেক্রেটারী ডাঃ আ.ন.ম নৌশাদ খান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব খান। প্রবন্ধ উপস্থাপন করেন ট্্রাস্ট্রিবোর্ডের সদস্য এ কে এম আমিনুর রহমান মুকুল। পঠিত প্রবন্ধের ওপর আলোচনা করেন গুরুদয়াল সরকারী কলেজের অধ্যক্ষ রাম চন্দ্র রায়, সাবেক অধ্যক্ষ মো.আরজ আলী, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে নাছিম খান প্রমুখ। এ সময় ভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ, প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।