মাসুম পাঠান, কটিয়াদী, কিশোরগঞ্জ থেকে:
কিশোরগঞ্জ জেলায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হলেন আব্দুল ওয়াহাব আইন উদ্দিন। কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার মধ্যে কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল ওয়াহাব আইন উদ্দিন শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এছাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কমিটির সভাপতি হিসেবে তার সক্রিয় সহযোগিতায় কটিয়াদী উপজেলা শ্রেষ্ঠ উপজেলা পরিষদ হিসেবে বিশ্ব জনসংখ্যা দিবস পুরস্কার ২০১৬ লাভ করেছে। স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সাফল্য লাভ করায় ২০১৫-১৬ অর্থবছরে উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টে উপজেলা পরিষদের জন্য ৪৭ লাখ টাকার বিশেষ বরাদ্দ পেয়েছেন তিনি।
ইতোপূর্বে তিনি ১৯৯৭-৯৮ সালে জেলার শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী নির্বাচিত হয়েছিলেন। তিনি কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি। কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতন, আচমিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।
কিশোরগঞ্জে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হলেন আব্দুল ওয়াহাব আইন উদ্দিন
প্রকাশ : Sep 10, 2016 | Comments Off on কিশোরগঞ্জে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হলেন আব্দুল ওয়াহাব আইন উদ্দিন
