logo

কিশোরগঞ্জে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন

নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব একযোগে সারাদেশের ন্যায় ২ হাজার ১টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ল্যাবের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ কামরুল আহসান শাহাজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ. আফজল, জিপি বিজয় শংকর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব খান, পৌর মেয়র মাহমুদ পারভেজ, গণতন্ত্রী পার্র্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন প্রমুখ। এছাড়াও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,আমন্ত্রিত অতিথিবৃন্দসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে