logo

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ

মো. এনামুল হক, কিশোরগঞ্জ প্রতিনিধি
শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুকে পরিচিত করার লক্ষ্যে কিশোরগঞ্জের এক হাজার ছাত্রছাত্রীর মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি বিতরণ করা হয়েছে। বেসরকারি সংগঠন ম্যান পাওয়ার ডেভলপম্যান্ট প্রজেক্ট ও জেলা প্রশাসনের সহযোগিতায় আজ দুপুরে এ বইটি বিতরণ করে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।

ম্যান পাওয়ার ডেভেলপম্যান্ট প্রজেক্ট এর প্রধান নির্বাহি স্বপন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার আক্তার জামিল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ আফজল ও জেলার পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, পর্যায়ক্রমে জেলার ১৩ উপজেলার সব শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি তুলে দেওয়া হবে। এর মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে জানবে। তার আত্মজীবনী থেকে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।

আলোচনা সভার পর অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা এক হাজার শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি বিতরণ করেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে