logo

কিশোরগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দ্বিতীয় দিনের মতো ছাত্রীদের ক্লাশ বর্জন

মো. এনামুল হক, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মত ক্লাশ বর্জন চলছে। গতকালের মত আজও নির্ধারিত শিক্ষা কার্যক্রমে যোগ দেয়া থেকে বিরত থাকে ছাত্রীরা। এর আগে গতকাল সন্ত্রাসীদের বিচার দাবি করে শনিবার ছাত্রীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

জানা যায়, গত বুধবার শহরের আখড়া বাজার এলাকায় কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো: শাহজাহানের ছেলে শাহরিয়ার আহম্মদ শান্তকে কতিপয় সন্ত্রাসী মারধর করে। খবর পেয়ে তার পিতা শাহজাহান ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তাকেও মারধর করে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক সমিতির সভাপতি নূরুল হক গেলে সন্ত্রাসীরা তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক নূরুল হক গত বৃহস্পতিবার পুলিশ সুপারকে লিখিতভাবে বিষয়টি জানানোর পরও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। এর প্রতিবাদে ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের ছাত্রীরা অনির্দিষ্ট কালের জন্য ক্লাশ বর্জনের ঘোষণা দেয়। সন্ত্রাসীদের বিচার দাবি করে গতকাল শনিবার ছাত্রীরা বিক্ষোভ মিছিল বের করে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক নূরুল হক বলেন, শিক্ষক লাঞ্ছনার দৃষ্টান্তমূলক বিচার না হলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে