logo

কিশোরগঞ্জে রামপাল চুক্তি বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির অবস্থান কর্মসূচি পালিত

নজরুল ইসলাম খায়রুল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ:
“রামপাল চুক্তি ছুঁড়ে ফেলো, সুন্দরবন রক্ষা করো” এ স্লোগানে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। শনিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শহরের বিজয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি থেকে বক্তারা সকল প্রাকৃতিক সম্পদে জনগণের শতভাগ মালিকানা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি খনিজ সম্পদ দেশের স্বার্থে সংরক্ষণ ও প্রয়োজনীয় সদ্ব্যবহারের জন্য নীতিমালা ও সক্ষমতা তৈরি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা রামপাল চুক্তিকে জনস্বার্থ ও দেশবিরোধী উল্লেখ করে অবিলম্বে এ চুক্তি বাতিলের দাবি জানান। তারা সুন্দরবন রক্ষায় জনগণকে এগিয়ে আসারও আহ্বান জানান। চুক্তি বাতিল করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়। এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট শফীকুল ইসলাম, অ্যাডভোকেট এনামুল হক, শেখ সেলিম কবীর, সিরাজুল ইসলাম সাত্তার, আব্দুর রহমান রুমী, মজনু ভূইয়া, নজরুল ইসলাম শাহজাহান, অ্যাডভোকেট মাসুদ প্রমুখ। এ সময় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি,কিশোরগঞ্জের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে