নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক জাতীয় যাদুঘর থেকে প্রত্যাহারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের স্টেশন রোড এলাকায় জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আখড়া বাজার মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মোল্লার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অসীম সরকার বাঁধন, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ ইসরাইল মিয়া, জেলা যুবদলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফুল ইসলাম শরীফ, যুগ্ম আহ্বায়ক খসরুজ্জামান শরীফ, জেলা ছাত্রদলের আহ্বায়ক তারিকুজ্জামান পার্নেল প্রমূখ। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : Sep 10, 2016 | Comments Off on কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
