logo

কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল ॥ প্রাণহানির আশঙ্কা

নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন সংস্কার না করায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে বিদ্যালয়ের ওই ভবনে ৩৩৮ জন শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে। বাধ্য হয়ে বছরের বেশিরভাগ সময় বিদ্যালয়ের মাঠের সামনে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে। অসংখ্য ফাটল, ছাদের পলেস্তরা ধসে পড়াসহ দেয়াল খুবই জরাজীর্ণ হওয়ায় যেকোনো মুহূর্তে প্রাণহানির আশঙ্কা করছে শিক্ষক ও অভিভাবকরা। স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার আশ্বাস দিলেও বিদ্যালয়টি সংস্কার হয়নি এখনো। জানা গেছে, ৪৫ শতক জমির ওপর ১৯৯৪ সালে স্থাপিত হয় ওই ভবনটি। ভবনটি নির্মাণের ১৮ বছর পর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। প্রতিদিনই ছাদ ও দেয়াল থেকে খোয়া, বালু উঠে যাচ্ছে। কোনো কোনো জায়গায় ঢালাইয়ের নষ্ট রড বেরিয়েছে। ছাদের কয়েকটি স্থানে ফাটল ধরায় বৃষ্টি এলেই পানি পড়ে বই ও খাতা ভিজে যায়। ভবনে প্রশাসনিক কাজ করা সম্ভব হচ্ছে না। দুটি পাকা ভবনে একটি জরাজীর্ণ  ও আরেকটি মোটামুটি নতুন। জরাজীর্ণ ভবনের বিভিন্ন অংশের দেয়াল নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জানান, বিদ্যালয়টি দুই শিফটে চলে। প্রতি শিফটে কমপক্ষে তিনটি শ্রেণিকক্ষ দরকার। আছে মাত্র দুটি। তাই বাধ্য হয়ে ওই ভবনের মেঝেতে একটি কক্ষে ঝুঁকি নিয়ে ক্লাস করাতে হচ্ছে। বর্ষা মৌসুমে ভবনের ছাদ চুঁইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। তাই বৃষ্টি এলে শিক্ষার্থীরা অন্য কক্ষে আশ্রয় নেয়। বিদ্যালয়ের আশ-পাশের এলাকার শিক্ষার্থীরা দৌড়ে বাড়ি চলে যায়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলে এলাহী খান জানান, ঝুঁকিপূর্ণ হিসেবে পরিত্যক্ত ঘোষণা করার জন্য চলতি বছরের আগস্টের ৯ তারিখে উপজেলা শিক্ষা অফিসারের বরাবর একটি আবেদন পাঠানো হয়েছে। বিদ্যালয়ের প্রধান সমস্যা হচ্ছে শ্রেণিকক্ষ। বিদ্যালয়টি সংস্কার করে পাঠদানের উপযোগী করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরো জানান, দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মফিজুল হক জানান, তাড়াইল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৬টি। নিবন্ধনকৃত প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৩টি। তার মাঝে বেশ কয়েকটি বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ বলে আমি শুনেছি। তার সঠিক তালিকা আমার কাছে নেই। তিনি আরো জানান, বেলংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার জন্য একটি আবেদন পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ নিয়ে  কথা বলে ব্যবস্থা নেয়া হবে ।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে