নজরুল ইসলাম খায়রুল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জে প্রতিবন্ধী বয়স্ক বিধবাদের মাঝে ভাতা ও চেক বই বিতরণ করা হয়েছে। রোববার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব ভাতার চেক বই বিতরণ করা হয়। সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হুমায়ুন আহমেদ কবীর ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা। সমাজকর্মী মোঃ কামরুজ্জামানের মনোমুগ্ধকর পরিচালনায় কোরআন থেকে তেলাওয়াত করেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদী। গীতা থেকে পাঠ করেন শান্তি রানী। অনুষ্ঠানে ৬৬৯২ জন বৃদ্ধকে বয়স্কভাতা, ২১২৯ বিধবা ও ১২৭৭ জন প্রতিবন্ধীদের মধ্যে নিয়মিত ভাতা ও চেক বই প্রদান করা হয়।
কিশোরগঞ্জে প্রতিবন্ধী বয়স্ক ও বিধবাদের মাঝে ভাতা বিতরণ
প্রকাশ : Aug 21, 2016 | Comments Off on কিশোরগঞ্জে প্রতিবন্ধী বয়স্ক ও বিধবাদের মাঝে ভাতা বিতরণ
