নজরুল ইসলাম খায়রুল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ :
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি কিশোরগঞ্জের নরসুন্দা নদী পুনর্খনন প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছেন। তারা শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রকল্প এলাকা সরজমিন ঘুরে দেখেন এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলেন। তদন্ত কমিটিতে রয়েছেন যুগ্ম সচিব মোঃ রইছ উদ্দিন, এলজিইডি ঢাকা অফিসের সিনিয়র সহকারী প্রকৌশলী আখতারুজ্জামান ও উপ সহকারী প্রকৌশলী মোঃ গোলাম উল্লাহ। তারা শনিবার বিকাল পর্যন্ত তদন্তকাজ পরিচালনা করেন। প্রয়োজনে আরো এক বা দুদিন সরজমিন তদন্তকাজ করবেন বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান। তদন্তকালে প্রকল্পের দুর্নীতির বিষয়ে অভিযুক্ত প্রকল্প পরিচালক আব্দুস সালাম মন্ডল, এলজিইডির নির্বাহী প্রকৌশলী গোলাম মওলা ও সদর উপজেলা প্রকৌশলী শাহ আলম তদন্তদলের সাথে উপস্থিত ছিলেন। নরসুন্দা নদী পুনর্খনন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উত্থাপিত হলে গত ১৭ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় ও রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়–য়া কিশোরগঞ্জে উন্মুক্ত মত বিনিময় সভা করেন। সভা থেকে নরসন্দা নদী পুনর্খনন প্রকল্পে দুর্নীতি তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব।