logo

কিশোরগঞ্জে ডায়াবেটিস সেবা দিবস পালিত

নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

বারডেমের প্রতিষ্ঠাতা ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী ডায়াবেটিস সেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করা হয়। সকালে হাসপাতালে আগত রোগীদের বিনামূল্যে রক্তের শর্করা পরীক্ষা করা হয়। পরে বিকেলে ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের জীবন ও কর্মের ওপর এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নাজিরুল হক, সামছুন্নাহার হাবিব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মোহাইমিন লাক মিয়া, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ফকির মতি, সদস্য সহকারী অধ্যাপক সামিউল হক মোল্লা, অ্যাডভোকেট মোঃ জহিররুল হক, এ.কে.এম ইতিমুদৌলা সেলিম, সাবেক সহ-সভাপতি এ.কে.এম মুর্শেদুল হক ও সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট. এ.বি.এম লুৎফর রাশিদ রানা ও গাইটাল শাপলা মসজিদে ইমাম হাসিব উদ্দিন সরকারসহ সমিতির সম্মানিত দাতা, আজীবন, সাধারণ সদস্যসহ সমিতির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে