logo

কিশোরগঞ্জে ট্রেনের গার্ড লাঞ্ছিত, ট্রেন চলাচল বন্ধ পরে স্বাভাবিক

নজরুল ইসলাম খায়রুল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ঈসা খাঁ এক্সপ্রেসের গার্ডকে লাঞ্ছিত করায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শানু নামে এক প্রভাবশালী ব্যক্তি ৮-১০ জন যুবক নিয়ে ট্রেনের গার্ড হাসান শিকদারকে মারধর করায় এ অবস্থার সৃষ্টি হয়। প্রায় তিনঘণ্টা বন্ধ থাকার পর রাত ১১টা ৪০ মিনিটে কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে ঈসা খাঁ এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
অভিযোগ ও রেলওয়ে সূত্রে জানা গেছে,  রাত সাড়ে ৮টায় ঈসা খাঁ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ রেলস্টেশনে পৌঁছামাত্র শানু নামে এক প্রভাবশালী ব্যক্তি ৮-১০ জন যুবক নিয়ে ট্রেনের গার্ড হাসার শিকদারকে ট্রেন থেকে নামিয়ে মারধর করেন। এতে গার্ড হাসান গুরুতর আহত হন। এ সময় ওই ট্রেনে অন্য কোন গার্ড না থানায় প্রায় ৩ ঘন্টা ১০ মিনিট ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেন কিশোরগঞ্জ স্টেশনে বন্ধ থাকে। এদিকে ঈসা খাঁ এক্সপ্রেসের গার্ড হাসান শিকদার এ ঘটনায় কিশোরগঞ্জ রেলওয়ে থানায় লিখিত অভিযোগ করে প্রতিকার চেয়েছেন। রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা ও লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়টি রেলওয়ের উর্ধ¦তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে