কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ রেলস্টেশনের কাছে আউটার সিগন্যালে একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়েছে। এর ফলে ঢাকা থেকে ভৈরব হয়ে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ গামী ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা রয়েছে।
রেলওয়ে সূত্রে জানা বলছে, ভৈরব থেকে ময়মনসিংহগামী ২৪১ লোকাল ট্রেনটি আজ রোববার সকাল নয়টার দিকে কিশোরগঞ্জ রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে বলে জানা গেছে জানা গেছে। তবে বিকাল নাগাদ ট্রেনটি উদ্ধার হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।