নজরুল ইসলাম খায়রুল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ :
“বাম আন্দোলনের দুর্বলতাই সন্ত্রাস ও জঙ্গীবাদের উত্থানের অন্যতম কারণ” এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা আইনজীবি ভবনে গতকাল শুক্রবার বিকালে জেলা গণতন্ত্রী পার্টির সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভুপেন্দ্র ভৌমিক দোলন এর সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আশা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন সাবেক নির্বাচন কমিশনার এবং জেলা ও দায়রাজজ বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও সমাজ বিশ্লেষক ড. রমনী মোহন দেবনাথ ও ড. হালিম দাদ খান।
সমাবেশে প্রধান অতিথির কাছে প্রশ্ন রাখেন, অ্যাডভোকেট নূরুন নবী, অ্যাডভোকেট পরিতোষ কুমার চন্দ্র, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, মজনু ভুইয়া ও গোপাল দাস প্রমুখ । এসময় বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান।