নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: জামায়াতের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম দুলাল ও তার ছোট ভাই শাহীন মিয়াকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে একটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শহরের নগুয়া এলাকার নিজ বাসা থেকে তাদেরকে আটক করে। আটক সিরাজুল ইসলাম দুলালের বিরুদ্ধে এর আগেও নাশকতার মামলা রয়েছে বলে জানা গেছে। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
কিশোরগঞ্জে জামায়াত নেতা দুলাল ও তার ভাই আটক ॥ জিহাদী বই উদ্ধার
প্রকাশ : Sep 06, 2016 | Comments Off on কিশোরগঞ্জে জামায়াত নেতা দুলাল ও তার ভাই আটক ॥ জিহাদী বই উদ্ধার