রুমন চক্রবর্তী,কিশোরগঞ্জ থেকে:
কিশোরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়।
জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগসহ সকল সরকারী, আধা সরকারী ও বেসরকারী বিভিন্নœ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও শোভাযাত্রায় অংশ নেন। পরে জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
কর্মসূচি উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে শিশুদের চিত্রাঙ্কন, হামদ-নাত প্রতিযোগিতা, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।