logo

কিশোরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

কিশোরগঞ্জ সংবাদদাতা

কিশোরগঞ্জে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার  সকালে এ উপলক্ষে শহরের খরমপট্টি সমবায় কমিউনিটি সেন্টার থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমবায় কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।

র্যালি শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি।

বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান, সাধারণ স¤পাদক এ্যাড. এম.এ আফজল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাাহ আল মাসউদ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আসাদ উল্লাহ, জেলা বহুমুখী সমবায় সমিতির লিঃ এর সভাপতি মোঃ হুমায়ুন কবীর, জেলা সমবায় অফিসার মোঃ জলিল হোসাইন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহম্মদ উল্লাহ জেলা কৃষক লীগের সাধারণ স¤পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বিলকিছ বেগম প্রমুখ।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে