নজরুল ইসলাম খায়রুল,স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ৪নং মহিনন্দ ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিনন্দ ইউপি চেয়ারম্যান মোঃ মনসুর আলী। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব খান। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন, সদর উপজেলা কমিউনিটিং পুলিশিং কমিটির আহবায়ক মোঃ আওলাদ হোসেন, সদস্য সচিব প্রভাষক মোঃ শহিদুল ইসলাম। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, মহিনন্দ ভাষ্করখিলা মিছবাহুল উলূম কওমী মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আশরাফ আলী, মাওঃ কামরুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার সাজ্জাদ হোসেন, শিক্ষক মো.হেলাল উদ্দিন, কিশোগঞ্জ আইডিয়েল স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক, প্রভাষক আবুল হাসেম প্রমূখ। আলোচনা সভায় জঙ্গি ও সন্ত্রাসবাদের প্রতিরোধ গড়ে তোলার জন্য আহবান জানানো হয়। এসময় মহিনন্দ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, প্রত্যেক মসজিদের ইমাম, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।