নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ব্যবসায়ির টাকা ছিনতাই করতে গিয়ে আরমান (৩৬) নামে এক ছিনতাইকারিকে আটক করা হয়েছে। আটককৃত আরমান করিমগঞ্জ উপজেলার পুরাতন চামটা এলাকার আবুল কাশেমের ছেলে। রোববার দুপুরে জেলা শহরের বড় বাজারস্থ ইসলামী ব্যাংক লিঃ এর সিঁড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতা ও ব্যবসায়ি আলমগীর মুরাদ রেজা দুপুরে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে সিড়ি দিয়ে বের হয়ে আসছিলেন। ছিনতাইকারী আরমান এ সময় টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তৎক্ষণাৎ ব্যবসায়ির ডাকচিৎকারে উপস্থিত লোকজন এগিয়ে এসে তাকে আটক করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আটক আরমানকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মতিউজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটক আরমানকে থানায় নিয়ে আসা হয়েছে। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।