নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে চ্যানেল আই এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পালিত হয়েছে। কিশোরগঞ্জের এস ভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীরের সভাপতিত্বে রোববার দুপুরে কবি সৈয়দ শামছুল হক এর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে এক মিনিট নিরবতা পালন করে অনুষ্ঠানটি শুরু হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চ্যানেল আই কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ও বিজ্ঞ পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, ইত্তেফাক জেলা প্রতিনিধি সুবীর বসাক, জেলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা কামাল, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ও জিটিভি/যায়যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কিশোরগঞ্জ মানব জমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, দৈনিক খবরের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন বাচ্চু, আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ শিক্ষা তহবিল এর সাধারণ সম্পাদক মনোয়ার হোসাইন রনী প্রমুখ। এসময় এসভি সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রী ও প্রিন্ট-ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
কিশোরগঞ্জে চ্যানেল আই এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশ : Oct 02, 2016 | Comments Off on কিশোরগঞ্জে চ্যানেল আই এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
