logo

কিশোরগঞ্জে গণগ্রন্থাগারের পাশে পরিত্যক্ত বিল্ডিংয়ে অনৈতিক কর্মকান্ড ॥ দেখার কেউ নেই

নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জের বিনোদনের স্থানগুলোতে নিরাপত্তাহীনতায় ভুগছে দর্শনার্থীরা। প্রতিদিনই কোন না কোন ঘটনা ঘটে চলেছে পথচারীদের। ফলে অনেকেই একা ও নিরাপত্তাহীনতার কারণে নির্মল বিনোদনের স্থানে বেড়াতেও ভয় পাচ্ছেন। তবে অনেকেই ইচ্ছার বিরুদ্ধে কলেজ ও স্কুল পড়–য়া ছাত্রীদেরকে নিয়ে অনৈতিক কাজেও জড়িযে পড়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, কিশোরগঞ্জ  জেলা শহরের আলোরমেলাস্থ সরকারী গণগ্রন্থাগারের উত্তর পাশে সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক বোর্ডিংটি মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ে রয়েছে। আর এ বিল্ডিংটিতেই নিরাপদে স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীরা আড্ডা দিতে গিয়ে নিজেদের মান ইজ্জত খুঁইয়েছেন বখাটেদেরে লালসার শিকার হয়ে। বিল্ডিংটি নিরাপদ স্থানে হওয়ায় কেউ দিনের বেলায়ও সেখানে যেতে সাহস পাননি। কিন্তু এসব কপোতকোপতিরা ঠিকই সে স্থানে নিয়মিত যাতায়াত করে। বখাটে ছেলেরা মেয়েদেরকে ফুসলিয়ে আড্ডা দেওয়ার কথা বলে সেখানে নিয়ে গেলে ওই মেয়ে আর মান ইজ্জত রক্ষা করতে পারেনি। এ ব্যাপারে কিশোরগঞ্জ গণপুর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সফিকুল ইসলাম জানান, এটি মুলত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তবে গণপুর্ত অধিদপ্তরের পরিত্যক্ত বিল্ডিং কি না তা যাচাই করে দেখবো। পথচারী ও ভোক্তভোগীরা নিজেদের নিরাপত্তাসহ অনৈতিক কর্মকান্ড বন্ধ করার দাবী জানিয়েছেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে