নজরুল ইসলাম খায়রুল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার জেলা শহরের থানা মার্কেটে সংস্থার অস্থায়ী কার্যালয়ে বিশেষ সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে। সাহিত্যসভায় সভাপতিত্ব করেন নাট্যকার ও লেখক মো.আজিজুর রহমান । প্রধান অতিথি ছিলেন নারায়নগঞ্জ জেলার বিআরডিবির উপ-পরিচালক সাহিত্যিক হাফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন কবি ও ব্যাংকার মোঃ মোতাহের হোসেন। আসরের পরিচালক আমিনুল হক সাদীর পরিচালনায় কবির জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, আসরের সংগঠক রেজাউল হাবীব রেজা, বেতার ও টিভি শিল্পী মাসুদুর রহমান আকিল, নিরব রিপন, সাংবাদিক শফিক কবীর, ফারুকুজ্জামান ও কবি বাবুল রেজা। আসরে উপস্থিত কবি ও সাহিত্যিকগণ কবিতা ও লেখা পাঠ করেন এবং শিল্পীরা নজরুল সংগীত পরিবেশন করেন। পরে কবির স্মরণে বিশেষ দোয়া করা হয়।
কিশোরগঞ্জে কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশ : Aug 27, 2016 | Comments Off on কিশোরগঞ্জে কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত