নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: ‘সংঘাত নয়, জঙ্গিবাদ নয়-এসো ঐক্য ও সম্প্রতির স্বদেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সুশাসনের জন্য নাগরিক-সুজন ও দি হাঙ্গার প্রজেক্ট কিশোরগঞ্জ রোববার বিকালে শহরের রঙমহল সিনেমা হলের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও পদযাত্রা কর্মসূচি আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক-সুজন এর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ অব.মোঃ রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, দি হাঙ্গার প্রজেক্ট কিশোরগঞ্জ এর সমন্বয়কারী খায়রুল বাশার, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি মোঃ মতিউর রহমান ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,অধ্যাপক প্রণব চন্দ্র সরকার। এসময় জাতীয় সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের সভাপতি রেজাউল হাবীব রেজা, সহ-সভাপতি নজরুল ইসলাম খায়রুল, দৈনিক গৃহকোণ এর কিশোরগঞ্জ অফিস প্রধান শামসুল আলম শাহীন, সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার, শফিক কবীর, ফারুকুজ্জামান, ইয়ুথ সদস্য বোরহান উদ্দিন, দ্বীন মোহাম্মদ, মামুনুর রশিদ, হেলাল উদ্দিন প্রমূখসহ সুজনসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত
প্রকাশ : Oct 02, 2016 | Comments Off on কিশোরগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত
