logo

কিশোরগঞ্জে অটোরিকশা-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২ আহত ২

মো রফিকুল ইসলাম, 

কিশোরগঞ্জের কালিয়াচাপড়া ইকোনমিক জোন এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ-ভৈরব বিশ্বরোডের কালিয়াচাপড়া ইকোনমিক জোনের মাইজহাটি বৈশাখী পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার পাকুন্দিয়া উপজেলার মো. সুবেদ আলীর ছেলে মো. আল-আমিন ও কটিয়াদী উপজেলার কাচারিপাড়া গ্রামের মৃত শুকলাল রবিদাসের ছেলে বিজন রবিদাস।

কটিয়াদি হাইওয়ে ওসি (চলতি দায়িত্ব) ডিএম জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশাটি কটিয়াদি থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিল। পথে পুলেরঘাটের মাইজহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় অটোরিকশাচালকসহ তিনযাত্রী গুরুতর আহত হয়। আহতদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক আমিন ও যাত্রী বিজনকে মৃত ঘোষণা করেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে