মো রফিকুল ইসলাম,
কিশোরগঞ্জের কালিয়াচাপড়া ইকোনমিক জোন এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ-ভৈরব বিশ্বরোডের কালিয়াচাপড়া ইকোনমিক জোনের মাইজহাটি বৈশাখী পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার পাকুন্দিয়া উপজেলার মো. সুবেদ আলীর ছেলে মো. আল-আমিন ও কটিয়াদী উপজেলার কাচারিপাড়া গ্রামের মৃত শুকলাল রবিদাসের ছেলে বিজন রবিদাস।
কটিয়াদি হাইওয়ে ওসি (চলতি দায়িত্ব) ডিএম জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশাটি কটিয়াদি থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিল। পথে পুলেরঘাটের মাইজহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় অটোরিকশাচালকসহ তিনযাত্রী গুরুতর আহত হয়। আহতদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক আমিন ও যাত্রী বিজনকে মৃত ঘোষণা করেন।