নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হোগলাকান্দি উচ্চ বিদ্যালয়টি অনিয়মের বেড়াজালে বন্দী হয়ে পড়েছে। পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজেই আর্থিক লেনদেন পরিচালনা করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগ উঠেছে। এনিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নানা জায়গায় লিখিত অভিযোগ করে জরুরী প্রতিকার দাবী করেছেন। অভিযোগ ও স্থানীয়ভাবে জানা গেছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ১৫-০১-২০১৬ইং তারিখের অনুমোদনবিহীন প্রতিষ্ঠানের বেসরকারী আয়-ব্যয়ের হিসাব বিধিমোতাবেক উপস্থাপন এবং সম্পূর্ন টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন করার সিদ্ধান্ত অমান্য করে প্রধান শিক্ষক মোঃ আছাদুজ্জামান আকন্দ নির্দিষ্ট সময় অতিবাহিত করেন। পরে সভার সর্বসম্মতিক্রমে তাকে কারণ দর্শানোর নোটিশ করাসহ তিনজন সিনিয়র শিক্ষক সমন্বয়ে একটি নিরীক্ষন কমিটিও গঠন করা হয়। এনিয়ে প্রধান শিক্ষক ক্ষীপ্ত হয়ে ম্যানেজিং কমিটির সভাপতিসহ কয়েকজন সদস্যকে প্রাণ নাশের হুমকী প্রদান করায় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম হোসেনপুর থানায় জিডি (নং-১০৭২) করেন। এছাড়াও প্রধান শিক্ষক স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় নিজেই শিক্ষার্থীদের কাছ থেকে বিনা রশিদে বোর্ড নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা আদায় করে থাকেন। এসব বিষয়ে কমিটিকে অবগত করা হয় না। প্রধান শিক্ষক সপ্তাহে কমপক্ষে ১২টি ক্লাশ করার কথা থাকলেও রুটিনে তিনি কোন ক্লাশ নেননি। তিনি বেশীরভাগ সময় স্থানীয় বাজারে বসে আড্ডায় লিপ্ত থাকারও অভিযোগ রয়েছে। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের একটি টীম গত ২৭-০১-২০১৬ইং তারিখ বিদ্যালয়টি পরিদর্শন করে নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র পেয়েছে। প্রধান শিক্ষক বেসরকারী খাতের আয়-ব্যয়ের তথ্য না দেয়ায় নিরীক্ষা প্রতিবেদনে তা উল্লেখ করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০১৫ইং পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব বাদ দিয়ে উদ্ধৃত প্রায় ২৪ লাখ টাকা আত্মসাৎ হয়েছে মর্মে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম জানিয়েছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক মোঃ আছাদুজ্জামান আকন্দ অভিযোগের বিষয়টি স্বীকার করে জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসার বিষয়টি জানেন বলে তিনি জানান। এ কে এম শাহ্জাহান জানান, এই বিদ্যালয়ের বিষয়টি আমার জানা নেই তবে অভিযোগের বিষয়টি যেহেতু এখন জানতে পেরেছি, পরে খোঁজ-খবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কিশোরগঞ্জের হোসেনপুরের হোগলাকান্দি উচ্চ বিদ্যালয়টি অনিয়মের বেড়াজালে বন্দী
প্রকাশ : Oct 03, 2016 | Comments Off on কিশোরগঞ্জের হোসেনপুরের হোগলাকান্দি উচ্চ বিদ্যালয়টি অনিয়মের বেড়াজালে বন্দী