logo

কিশোরগঞ্জের মিঠামইন হাওরের আভুরা সড়কের নির্মাণকাজসহ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

নজরুল ইসলাম খায়রুল,কিশোরগগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওরের আভুরা সড়কের নির্মাণকাজসহ বিভিন্ন উন্নয়নকাজ শুক্রবার বিকালে পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। রাষ্ট্রপতি নদীপথে স্পিডবোটে করে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নে যান। তিনি সেখানে অস্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলার আভুরা (অলওয়েদার রোড) সড়কের নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া ও  মুক্তিযোদ্ধা আবদুল হক প্রমূখ। এর আগে চলতি বছরের ২১ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আভুরা সড়ক, সড়কে তিনটি বড় সেতু ও সাতটি ছোট সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন । এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। রাষ্ট্রপতি বৃহস্পতিবার কিশোরগঞ্জের মিঠামইনের নিজ বাড়িতে আসেন। শুক্রবার তিনি মিঠামইনের গ্রামের বাড়িতে রাতযাপন করবেন। শনিবার রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশে মিঠামইন ত্যাগ করবেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে